বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিব মো. মিজানুর রহমানের (২৫) ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে। এছাড়াও হামলার ঘটনায় আমির হোসেন (২৮) ও হৃদয় (২১) নামে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। মিজানুরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও হৃদয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ১৬ ডিসেম্বর উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালী বের করা হয়। র্যালীটি বাউফল পৌরসভার লেচুতলা এলাকায় পৌঁছালে দুই ছাত্রদল কর্মীর মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তখন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান দুই পক্ষকে থামিয়ে দেন।
মিজানুর রহমান অভিযোগ করেছেন, ওই ঘটনাকে কেন্দ্র করে বাউফল পৌরসভা শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. রাকিব (২২) ও জাতীয়পার্টির সভাপতি মো. মহসিন হাওলাদারের ছেলে মো. হৃদয়ের (২১) নেতৃত্বে আরও কয়েকজন বেলা সাড়ে ১১ টার দিকে বাউফল সরকারি কলেজের সামনে হামলা চালিয়ে তাকে আহত করে। পরে তিনি দুপুর সোয়া একটার দিকে বাউফল পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহ্বায়ক আমির হোসেনকে নিয়ে চিকিৎসার জন্য মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দ্বিতীয় দফায় রাকিবের চাচাতো ভাই বাউফল পৌরসভা শাখা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেনের (২৭) নেতৃত্বে হামলা চালিয়ে ফের আহত করে।
এ বিষয়ে ইমাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন,‘দুই পক্ষের হাতাহাতির ঘটনাকে থামানোর চেষ্টা করেছি। যা সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে। এরপরেও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, এটা খুবই দুঃখজনক।’
বাউফল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো. রাকিব বলেন,‘তিনি কোনো মারামারির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি শুনেছেন, সকালে পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয়কে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মারধর করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দ্বিতীয় দফায় মিজানুরের নেতৃত্বে হামলা চালানো হয়।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
The post বাউফলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের ওপর হামলা-আহত আরো ২জন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024