বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় আ.আলী মাতব্বর নামে এক বর্গাচাষীর খেতের কাটা ধান লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কবীর গাজী নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। রোববার (১৫ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক মো. মেহেদী হাসান রাসেল।
সুত্রে জানা গেছে, আ. আলী মাতব্বর জমির মালিক মেহেদী হাসান রাসেলের কাছ থেকে দেড় একর জমি বর্গা নিয়ে চলতি আমন মৌসুমে আমন চাষ করেন। ঘটনার দিন রোববার খেতের ধান কেটে ট্রলার যোগে বাড়ি ফেরার পথে চরনিমদী গ্রামের লাল গাজীর ছেলে কবির গাজী (৫৫) ও নজরুল গাজী (৬০) ৬/৭জন লোকজন নিয়ে ট্রলার থেকে ধান লুটপাট করে নিয়ে যায়। এসময় চাষী বাঁধা দিতে আসলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
জমির মালিক রাসেল বলেন, চরনিমদী মৌজায় ৯নং খতিয়ানের ১১৪ নং দাগে আমার নানা দেড় এক জমির বৈধ মালিক। দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। আমাদের চাষী জমি চাষাবাদ করে থাকেন। কবির ও নজরুল গাজীর জমি ১১৪/১ নং দাগে। তারপরেও তারা আমাদের জমির মালিকানা দাবি করে ধান লুট করে নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে কবির গাজী বলেন, ধান লুট করিনি। জিম্মায় রেখেছি। সালিশ বৈঠকে যারা ধান পাবে তারা নিয়ে যাবে।
এবিষয় বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
The post বাউফলে বর্গাচাষীর ধান লুটের অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.