12:51 am, Tuesday, 17 December 2024

মহান বিজয় দিবসে নগরীতে ছাত্রশিবিরের র‌্যালি ও সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ময়লাপোতা মোড় থেকে শুরু হয় এ র‌্যালি। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মুগ্ধ চত্বরে (শিববাড়ি) গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক মহানগরী সভাপতি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি।

নেতৃবৃন্দ আরও বলেন, সবশেষ ২০২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের বিচারে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি এখনও। শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরি সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আলাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম।

মহানগরী সেক্রেটারি এস এম নূরুল্লাহ এর পরিচালনায় কেন্দ্রীয় স্কুল বিভাগের সহকারি হাসানুর রহমান, খুলনা জেলা উত্তর সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ, খুলনা জেলা উত্তর সেক্রেটারি আবু ইউসুফ, ওয়ায়েজ কুরুনী, সাইদুর রহমান, ইস্রাফিল হোসেন, তৈয়েবুর রহমান, ইমরানুল হক, হাবিবুল্লাহ রাজু, আসিফ বিল্লাহ, সোলায়মান আবিদ, আবুল হাসান, মারুফ বিল্লাহ, খায়রুল বাশার, হযরত আলী, বেলাল হোসেন, তারেক রহমান, মিলন হোসেন রাজ, ইমরান খান, মুহতারাম বিল্লাহ, মো.মহিবুল্লাহ, আব্দুর রশিদ, শিবলুর রহমান, কামরুল হাসান, আল আমিন, সেলিম হোসেন, মিরাজুল ইসলাম, আল আমিন, নাঈমুল ইসলাম, লিমন হোসেন জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম

The post মহান বিজয় দিবসে নগরীতে ছাত্রশিবিরের র‌্যালি ও সমাবেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

মহান বিজয় দিবসে নগরীতে ছাত্রশিবিরের র‌্যালি ও সমাবেশ

Update Time : 09:08:23 pm, Monday, 16 December 2024

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ময়লাপোতা মোড় থেকে শুরু হয় এ র‌্যালি। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মুগ্ধ চত্বরে (শিববাড়ি) গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক মহানগরী সভাপতি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি।

নেতৃবৃন্দ আরও বলেন, সবশেষ ২০২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের বিচারে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি এখনও। শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরি সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আলাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম।

মহানগরী সেক্রেটারি এস এম নূরুল্লাহ এর পরিচালনায় কেন্দ্রীয় স্কুল বিভাগের সহকারি হাসানুর রহমান, খুলনা জেলা উত্তর সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ, খুলনা জেলা উত্তর সেক্রেটারি আবু ইউসুফ, ওয়ায়েজ কুরুনী, সাইদুর রহমান, ইস্রাফিল হোসেন, তৈয়েবুর রহমান, ইমরানুল হক, হাবিবুল্লাহ রাজু, আসিফ বিল্লাহ, সোলায়মান আবিদ, আবুল হাসান, মারুফ বিল্লাহ, খায়রুল বাশার, হযরত আলী, বেলাল হোসেন, তারেক রহমান, মিলন হোসেন রাজ, ইমরান খান, মুহতারাম বিল্লাহ, মো.মহিবুল্লাহ, আব্দুর রশিদ, শিবলুর রহমান, কামরুল হাসান, আল আমিন, সেলিম হোসেন, মিরাজুল ইসলাম, আল আমিন, নাঈমুল ইসলাম, লিমন হোসেন জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম

The post মহান বিজয় দিবসে নগরীতে ছাত্রশিবিরের র‌্যালি ও সমাবেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.