2:28 pm, Tuesday, 17 December 2024

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

প্রতিপক্ষ ব্যাটারদের স্কোরকার্ড দেখলে ১১ ডিজিটের ফোন নাম্বার বলে ভুল করতে পারেন যে কেউ। যেখানে সর্বোচ্চ রান ১২ এসেছে অতিরিক্ত থেকে। নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার মেয়েদের ওপর ঠিক এতটাই দাপট দেখিয়েছে বাংলাদেশের কিশোরীরা। তাতে নেতৃত্ব দিয়েছেন নিশিতা আক্তার নিশি। ৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

মালয়েশিয়ার হয়ে তিনজন মেরেছেন ডাক। চারজন ফিরেছেন ১ রান করে। ২ রান একজনের। ৩ রান করেছেন দুইজন। আর সর্বোচ্চ ৫ রান নুর আলিয়া বিন্তির ব্যাট থেকে। বোলারদের এমন পারফরম্যান্সে ২৯ রানেই গুটিয়েছে মালয়েশিয়ার মেয়েরা। ১২০ রানের বড় এক জয় পেয়েছে সুমাইয়া আক্তারের দল।

বোলিং ইউনিটে আক্ষেপ বরং করতে পারেন ফারজানা ইয়াসমিন। ৩ ওভার বল করে খরচ করেছেন ৮ রান। কিন্তু উইকেটের দেখা তিনি পাননি। নিশিতার ৫ উইকেটের সঙ্গে আনিসা সোবা পেয়েছেন ২ উইকেট। আর হাবিবা ইসলামের উইকেট ৩টি। বোলারদের মধ্যে উইকেটশূন্য থেকেছেন কেবল ফারজানাই।

ব্যাট হাতেও দাপট ছিল বাংলাদেশেরই। যদিও নিজেদের দারুণ শুরুর ইনিংসগুলোকে বড় করতে পারেননি কেউই। ফাহমিদা ছোঁয়া ২১ বলে করেছেন ২৬। ইভার ইনিংস ১৬ বলে থেমেছে ১৯ রান করে। অধিনায়ক সুমাইয়া ১১ বলে ১২ রান করেছে হয়েছেন আউট। তবে বাংলাদেশের স্কোর বড় করেছেন জান্নাতুল মাওয়া আর সাদিয়া আক্তার।

মাওয়া খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। আর শেষে এসে ১৯ বলে ৩১ রানের ঝড় তুলেছেন সাদিয়া। দুজনের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১৪৯। জবাবে মাত্র ২৯ রানেই প্রতিপক্ষের সব উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। আজ জয় এসেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে তারা।

 

খুলনা গেজেট/এনএম

The post অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

Update Time : 12:07:43 pm, Tuesday, 17 December 2024

প্রতিপক্ষ ব্যাটারদের স্কোরকার্ড দেখলে ১১ ডিজিটের ফোন নাম্বার বলে ভুল করতে পারেন যে কেউ। যেখানে সর্বোচ্চ রান ১২ এসেছে অতিরিক্ত থেকে। নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার মেয়েদের ওপর ঠিক এতটাই দাপট দেখিয়েছে বাংলাদেশের কিশোরীরা। তাতে নেতৃত্ব দিয়েছেন নিশিতা আক্তার নিশি। ৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

মালয়েশিয়ার হয়ে তিনজন মেরেছেন ডাক। চারজন ফিরেছেন ১ রান করে। ২ রান একজনের। ৩ রান করেছেন দুইজন। আর সর্বোচ্চ ৫ রান নুর আলিয়া বিন্তির ব্যাট থেকে। বোলারদের এমন পারফরম্যান্সে ২৯ রানেই গুটিয়েছে মালয়েশিয়ার মেয়েরা। ১২০ রানের বড় এক জয় পেয়েছে সুমাইয়া আক্তারের দল।

বোলিং ইউনিটে আক্ষেপ বরং করতে পারেন ফারজানা ইয়াসমিন। ৩ ওভার বল করে খরচ করেছেন ৮ রান। কিন্তু উইকেটের দেখা তিনি পাননি। নিশিতার ৫ উইকেটের সঙ্গে আনিসা সোবা পেয়েছেন ২ উইকেট। আর হাবিবা ইসলামের উইকেট ৩টি। বোলারদের মধ্যে উইকেটশূন্য থেকেছেন কেবল ফারজানাই।

ব্যাট হাতেও দাপট ছিল বাংলাদেশেরই। যদিও নিজেদের দারুণ শুরুর ইনিংসগুলোকে বড় করতে পারেননি কেউই। ফাহমিদা ছোঁয়া ২১ বলে করেছেন ২৬। ইভার ইনিংস ১৬ বলে থেমেছে ১৯ রান করে। অধিনায়ক সুমাইয়া ১১ বলে ১২ রান করেছে হয়েছেন আউট। তবে বাংলাদেশের স্কোর বড় করেছেন জান্নাতুল মাওয়া আর সাদিয়া আক্তার।

মাওয়া খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। আর শেষে এসে ১৯ বলে ৩১ রানের ঝড় তুলেছেন সাদিয়া। দুজনের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১৪৯। জবাবে মাত্র ২৯ রানেই প্রতিপক্ষের সব উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। আজ জয় এসেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে তারা।

 

খুলনা গেজেট/এনএম

The post অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ : প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.