ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচ জিতে ফর্টিসের খেলোয়াড়রা যেভাবে মাঠেই উৎসব সেরে নিলো তা ছিল দেখার মতো। এভাবে উদযাপন হওয়ার কারণও আছে। প্রথমবারের মতো দেশের সেরা দল বসুন্ধরা কিংসকে হারের লজ্জা দিয়েছে মাসুদ পারভেজ কায়সারের দল। দ্বিতীয়ার্ধের দুই গোলে ফর্টিস এফসি তিতার কিংসকে হারিয়েছে। তাও আবার কিংস অ্যারেনাতেই!
‘এ’ গ্রুপে কিংস দুই ম্যাচে একটি জয় ও হারে তিন পয়েন্ট নিয়ে আছে কিংস। সমান… বিস্তারিত