ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে রাহাজ উদ্দিন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাকে উপজেলার শিংগা গ্রামে এ ঘটনা ঘটে। রাহাজ উদ্দিন ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাহাজ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল স্বপন মিয়াদের। সকালে শিংগা বাজারে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে মারপিট করেন। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। এর কিছু সময় পর মারা যান তিনি।
সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, ‘আজ সকালে বাজারে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, পরে রাহাজকে মারপিট করা হয়েছে। শুনেছি মারপিট করার পর স্বপন তার গলায় গামছা বেঁধে টানাহেঁচড়া করেছেন। পরে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন রাহাজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার মৃত্যু হয়।’
নিহতের ছেলে পলাশ বলেন, ‘আজ সকালে আমার বাবাকে মারপিট করেছেন স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছেন। ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার থেকে মামলা করলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা গেজেট/ টিএ
The post প্রতিপক্ষের মারধরে প্রাণ গেল কৃষকের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.