ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হারের দিন ব্রাদার্স ইউনিয়ন করেছে ৮ গোল। যদিও এর আগে গোপীবাগের দলটি শুভসূচনা করতে পারেনি ফেডারেশন কাপে। বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরে যাত্রা শুরু করা ব্রাদার্স আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে গোল উৎসব করেছে। মুস্তাফা দ্রামেহ ও সাজ্জাদ হোসেনের হ্যাটট্রিকে তারা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।
শুক্র-শনি প্রিমিয়ার লিগের ম্যাচ, আর মঙ্গলবার ফেডারেশন কাপ। এভাবেই চলছে ঘরোয়া ফুটবলের সূচি। প্রিমিয়ার লিগের দশ দল দুই গ্রুপে খেলছে ফেডারেশন কাপে। প্রতি মঙ্গলবার এক গ্রুপের দু’টি করে ম্যাচ হয়। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় ব্রাদার্সের গাম্বিয়ান ফরোয়ার্ড দ্রামেহ আর সাজ্জাদ হ্যাটট্টিক করলেন আজ। অন্য দুই গোল কাওসার আলী রাব্বি আর এলিটা কিংসলের।
ম্যাচের ৮ মিনিটে কাওসার আলী রাব্বির গোলে লিড নেয় ব্রাদার্স। ২৪ মিনিটে মুস্তাফা ব্যবধান বাড়ান। সাজ্জাদের এক গোলে ৩-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর আরো চড়াও হয় ব্রাদার্স। দ্বিতীয় দফায় খেলা শুরু হওয়ার পরপরই সাজ্জাদ আবার গোল করেন।
৬৫ ও ৭০ মিনিটে আরও দুই গোল করলে মৌসুমের প্রথম হ্যাটট্রিকম্যান হন দ্রামেহ। সাজ্জাদ হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৮১ মিনিটে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ব্রাদার্সকে ৮-০ গোলের বড় জয় এনে দেন এলিটা কিংসলে। আর বড় হারে মাঠ ছাড়ে একসময়ের ঐতিহ্যবাহী দল ওয়ান্ডারার্স।
The post জোড়া হ্যাটট্রিকে ব্রাদার্সের গোলবন্যা appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024