দুই দিন আগে শেষ হয়েছে ইউনেক্স-সানরাইজ জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজ থেকে শুরু হয়েছে সিনিয়রদের প্রতিযোগিতা। প্রথম দিনেই বাংলাদেশের নারী জাতীয় চ্যাম্পিয়ন উর্মি আক্তার একক ইভেন্টে হেরেছেন।
জাপানি নারী শাটলার আন্না ইয়াকির বিপক্ষে লড়াই করতে পারেননি বাংলাদেশের সেরা নারী শাটলার। প্রথম সেটে ২১-৮ এবং পরের সেটে ২১-৬ পয়েন্টে হারেন উর্মি। দেশসেরা এই শাটলার প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর প্রতিক্রিয়া এমন, ‘ফিটনেসে জাপানি শাটলার অনেক এগিয়ে। আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। এরপরও যতটুকু সম্ভব লড়াই করেছি।’
বাংলাদেশ নারী দলের কোচ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা। কোচ শুধু নামেই, এই টুর্নামেন্ট উপলক্ষ্যে সেভাবে অনুশীলন হয়নি। এরপরও দেশের এক নম্বর নারী শাটলারের প্রথম রাউন্ডেই বিদায় খানিকটা বেমানানই। এই প্রসঙ্গে কোচের বক্তব্য, ‘জাপানি শাটলার প্রথম রাউন্ডে পড়ায় উর্মির জন্য কঠিন হয়েছে। অন্য প্রতিপক্ষ পড়লে হয়তো আরও একটু সামনে এগুনো সম্ভব হতো।’
The post প্রথম রাউন্ডেই বিদায় জাতীয় চ্যাম্পিয়নের appeared first on Bangladesher Khela.