কাতারের দোহার এস্পায়ার একাডেমিতে সীমিত আয়োজনে হয়ে গেলো ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান।
ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই মিডফিল্ডার টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতলেন।
প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চমৎকার ওভারহেড গোল করে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আলেহান্দ্রো গারনাচো। ম্যানইউর আর্জেন্টাইন ফরোয়ার্ড ভিডিও বার্তায় বলেন, ‘এটা ছিল বিশেষ গোল, আজীবন এই… বিস্তারিত