ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে বোলারদের দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়েছ সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। তবে সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদও পেল বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার।
কিংসটাউনে বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০২ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার। ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তাকে।
এবার পরীক্ষানিরীক্ষা শেষে জানা গেল, চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। ডান হাতের তর্জনিতে আঘাত পেয়েছেন তিনি।
সিরিজের শেষ ম্যাচে সৌম্যর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। আঙুলের ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ সৌম্যকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘মাঠে ফিল্ডিং করার সময় সৌম্যর ডান হাতের তর্জনী আঙুল কেটে গেছে, যার জন্য পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়, যেখানে পার্শ্ববর্তী স্থানে হাড়ের স্থানচ্যুতিও ধরা পড়ে। তার সেরে উঠতে প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’
সেন্ট ভিনসেন্টে এদিন লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি সৌম্য। ১৮ বলে ১১ রান করে রান আউট হন তিনি। আঙুলে তিনি চোট পান বাংলাদেশের ফিল্ডিংয়ের সময়। সপ্তম ওভারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) একই মাঠে অনুষ্ঠিত হবে। চলতি বছর এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। এরপর আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। সেই টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে নামা হচ্ছে না সৌম্যর।
The post সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024