ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ দল। ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে আর ২ বছর পর দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার সেন্ট ভিনসেন্টে লো-স্কোরিং এক ম্যাচে ক্যারিবিয়ানদের ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল।
টানা দুই জয়ের দিনেই ব্যাটে হাতে বড় অবদান রেখেছেন শামীম পাটোয়ারী। প্রথম দিনে ঝড়ো গতির ২৭ রানের পর আজ খেলেছেন ১৭ বলে ৩৫ রানের ইনিংস। শুরুর দিকে ধুঁকতে থাকা বাংলাদেশ দল শেষ পর্যন্ত ১২৯ রান পর্যন্ত গিয়েছে এই মিডল অর্ডার ব্যাটারের দারুণ ইনিংসের সুবাদে।
ম্যাচ সেরা হয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শামীম বলেন, ‘আসলে আমার সবসময় চিন্তা থাকে যে, দল যেরকম থাকুক আমি যদি খেলতে পারি দল অনেক উপরে চলে যাবে। আমি সবসময় পজিটিভ চিন্তাই করি।’
অতীতে জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তিত নন শামীম। এই সিরিজ জয়কে বড় হিসেবেই দেখছেন তিনি, ‘না মনে তো আগেও পড়ছে। সুতরাং যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পেরেছি তাদের মাঠে এটাই আমাদের অনেক বড় পাওয়া।’
নিজের আত্মবিশ্বাস পাওয়া নিয়ে শামীম বলেন, ‘আসলে লাস্টে আমি যে কয়টা ম্যাচ খেলেছি এইচপিতে, অস্ট্রেলিয়াতে বলেন। যেগুলোতে ভালো খেলে আসছি এগুলোর কারণে আমার অনেক কনফিডেন্স লেভেলটা ভালো ছিল। আমি যদি সুযোগ পায় আমি ভালো খেলবো ইনশাল্লাহ এরকম।’
The post সিরিজ জয়ের পর যা বললেন শামীম appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024