দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার। এতে তার আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এই চোটের কারণে তৃতীয় টি-টোয়েন্টি তো বটেই আরও তিন সপ্তাহ খেলতে পারবেন না বাঁহাতি এই ওপেনার।
উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারের মাঝপথে ঘটে এই দুর্ঘটনা। তানজিম সাকিবের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য। আঘাত বেশ গুরুতর হওয়ার কারণে সৌম্যকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সৌম্যের চোটের অবস্থায় জানায় বিসিবি। ফিজি বায়েজুল ইসলাম বলেন, ‘সৌম্য ডান হাতের তর্জনি আঙুলে চোট পেয়েছে, তাকে পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচ শেষে এক্স-রে করার পর তার আঙুলের একটি জয়েন্টে নড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে তার।’
আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। দারুণ ফর্মে থাকা সৌম্যকে শুরুর সময়টায় হয়তো পাওয়া যাবে না। আর নিশ্চিত ভাবেই মিস করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি টি-টোয়েন্টি।
ছন্দে থাকা এই ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পানিনি। ১৮ বলে ১১ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। সৌম্যের ইনজুরিতে পড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯ রান করে স্বাগতিক দলকে ১০২ রানে আটকে ২৭ রানের জয় পেয়েছেন লিটন দাসরা।
খুলনা গেজেট/এনএম
The post আঙুলে পাঁচ সেলাই, তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন সৌম্য appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024