রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসর এবার রোহিত শর্মাকে নিয়ে বড়সড় মন্তব্য সুনীল গাভাস্কারের। টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত। এমনটাই মনে করছেন সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকার। তিনি বলছেন, আগামী দু ম্যাচে রান না পেলে রোহিতও অধিনায়কত্ব ছেড়ে দেবেন।
সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা। শেষ ১২ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসটি আছে কেবল একটি। শেষবার চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। নিউজিল্যান্ড সিরিজের ৩ ম্যাচে এবং চলমান অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ভারত অধিনায়ক।
একই সঙ্গে অধিনায়ক হিসেবেও তার রেকর্ড ক্রমেই খারাপ হচ্ছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ৩-০ ব্যবধানে হারতে হয়েছে। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ২ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন সেই দুই ম্যাচের একটিতে টিম ইন্ডিয়া হেরেছে, আরেকটি বৃষ্টি ভাগ্যে ড্র হয়েছে।
স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ভারত অধিনায়কের ওপর। সুনীল গাভাস্কার মনে করছেন, রোহিতের ওপর চাপ বাড়ছে। তবে নির্বাচকরা তার ওপর চাপ সৃষ্টি করার আগে রোহিত নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবেন। ভারতীয় এই কিংবদন্তী বলছেন, ‘রোহিত আগামী দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে তাতে কোনো সংশয় নেই। তবে এই দুই ম্যাচের পরও যদি ও রান না পায়, তাহলে আমার মনে হয় ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে।’
গাভাস্কার বলছেন, ‘রোহিত খুব বুদ্ধিমান ক্রিকেটার। ওর নিজস্ব বিবেচনা আছে। ও কোনোভাবেই দলের ওপর বোঝা হতে চাইবে না। ও এমন একজন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের কথা ভাবে।’ এরপরই গাভাস্কারের ভবিষ্যদ্বাণী, ‘আগামী দুম্যাচে যদি রান না পায়, আমার মনে হয় রোহিত অধিনায়কত্ব ছেড়ে দেবে।’
গাভাস্কারের ভবিষ্যদ্বাণী সত্যি হলে বোর্ডার-গাভাসকর ট্রফিই টেস্ট ক্রিকেটে রোহিতের শেষ সিরিজ হতে পারে। কারণ, অধিনায়কত্ব ছাড়লে শুধু ব্যাটার হিসেবে রোহিতকে নির্বাচকরা আদৌ ভাববেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post ‘সরে দাঁড়াবেন রোহিত শর্মাও’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024