দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
একই সাথে জনির সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে জেলা যুবদল সূত্র জানায়, এক সময়ে জনি জেলা বিএনপির অফিস দেখাশোনা করতেন। পরে তিনি যুবদলের পদ পান। এরপর থেকেই বিভিন্ন সময় যুবদলের শীর্ষ কয়েকনেতাকে নিয়ে ফেসবুকে নানা ধরনের পোস্ট দেন। যা নিয়ে সমালোচনা শুরু হয়। এর বাইরেও তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে। এছাড়া জেলা যুবদলের শীর্ষ এক নেতাকে নিয়ে আবারো ফেসবুকে পোস্ট দেয়া শুরু করে। যা নিয়ে শুরু হয় আরো বিতর্ক। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় নেতাদের। তারা জনির বিরুদ্ধে নানা অভিযোগ খতিয়ে দেখেন। এক পর্যায় অভিযোগের প্রমাণ পাওয়ায় যুবদল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post যশোরে বিতর্কিত যুবদল নেতা জনিকে বহিস্কার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024