আমাদের বরিশাল ডেস্ক:
বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৫৬.৬৭ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৭৪ কোটি ২০ হাজার টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
সভায় চাল ছাড়াও সয়াবিন তেল, সার, মসুর ডাল ও এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
The post ভারত থেকে চাল কিনবে সরকার, ব্যয় ২৭৪ কোটি টাকা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.