নব্বই দশকে সুরের জাদুতে বলিউডের সংগীতে রাজ করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। আজও তার গানগুলো শোনা যায় মানুষের মুখে মুখে। আর সেই শিল্পীকে নাকি জরিমানা গুনতে হয়েছে, তাও আবার মাত্র ১০ টাকা!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহার কোর্টে উদিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে শেষ শুনানির দিন হাজির হননি তিনি। মূলত এই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা… বিস্তারিত