বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফরিদ হাসান পদত্যাগ করেছেন। বুধবার
(১৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষনা দেন।
ফরিদ হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র এবং জেলা কমিটির ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক।
লিখিত বক্তব্যে ফরিদ হাসান বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ছিলাম। গুটি কয়েক মানুষের হাত ধরে কোটা প্রথার বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়, এর মধ্যে আমিও একজন। আমার মনে হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় নেতারা সঠিক পথে নেই, তারা জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারছে না, তারা ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠেছেন।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন যশোর জেলা কমিটিতে যাদের যুক্ত করা হয়েছে, আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদেরকে উচ্চ পদগুলোতে রাখা হয়েছে এবং তারা কখনো ছাত্র-জনতার আন্দোলনের আকাংক্ষা মনে পোষণ করে না। সেই সাথে কেন্দ্রীয় একজন সমন্বয়ক এক নেতৃত্বদানকারী ব্যক্তির সাথে খারাপ ভাষায় কথা বলেছে, তাই আমি জনগণের কাতারে দাঁড়িয়ে সেই কেন্দ্রীয় সমন্বয়কারীর শাস্তি চাই। আমি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোন দল করতে চাই না। সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করছি। ভবিষ্যতে যদি কখনো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাকে আবারও রাজপথে দাড়ানো লাগে, আমি আবারও রাজপথে থাকবো ইনশাল্লাহ।
খুলনা গেজেট/ টিএ
The post বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন : যুগ্ম আহবায়ক ফরিদের পদত্যাগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024