
ভালো থাকুক উত্তপ্ত দুপুর;
প্রেম-দ্রোহের অনলে তৈরি মসনদে।
ভালো থাকুন হেলাল হাফিজ,
এখানে–ওখানে সৃষ্টির বৃষ্টিতে ভেজা সাঁঝে
দীপ্ত কবিতার—প্রেমঝরা ঝরনায়;
অবাধ্য জলকণায়, ধোঁয়াটে সে ধারায়।
ভালো থাকুক উত্তপ্ত দুপুর;
প্রেম-দ্রোহের অনলে তৈরি মসনদে।
ভালো থাকুন হেলাল হাফিজ,
এখানে–ওখানে সৃষ্টির বৃষ্টিতে ভেজা সাঁঝে
দীপ্ত কবিতার—প্রেমঝরা ঝরনায়;
অবাধ্য জলকণায়, ধোঁয়াটে সে ধারায়।