6:40 pm, Thursday, 19 December 2024

অশ্বিনের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য তার বাবার

অস্ট্রেলিয়ার মাটিতে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। গতকাল (বুধবার) ব্রিসবেনের ড্র দিয়ে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শেষ হতেই তিনি এমন সিদ্ধান্ত জানান। তার এই ঘোষণায় ক্রিকেটভক্তদের মতো অবাক হয়েছেন অশ্বিনের বাবা রবিচন্দ্রনও। যা নিয়ে তিনি বিস্ফোরক এক মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’–কে দেওয়া সাক্ষাৎকারে ছেলের অবসর প্রসঙ্গে রবিচন্দ্রন বলেন, ‘আমিও আসলে একদম শেষ মুহূর্তে জেনেছি। তার (অশ্বিন) মনে কী চলছিল আমি জানি না। সে এসেই (অবসরের) ঘোষণা দিয়ে দিলো। আমিও আনন্দের সঙ্গে সেটি মেনে নিয়েছি। যা নিয়ে আমার বিশেষ কোনো অনুভূতি নেই। কিন্তু সে যেভাবে অবসর নিলো, তা নিয়ে আমার একটি অংশ খুশি, আরেকটি অংশ খুশি নয়, কারণ সে খেলাটা আরও চালিয়ে নিতে পারত।’

হঠাৎ করেই কেন অশ্বিন এমন সিদ্ধান্ত নিলেন সেটি তিনি স্পষ্ট করে বলেননি। তবে ছেলে বিদ্রুপের শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন তার বাবা, ‘এটি (অবসর) একমাত্র তারই (অশ্বিন) চাওয়া ও আকাঙ্ক্ষার বিষয়, আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু তার হঠাৎ ঘোষণার পেছনে অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র অশ্বিনই জানে সেটি, সম্ভবত বিদ্রুপের কারণে!’

আসলেই কি এমন কিছু ছিল অশ্বিনের মনে? ঠিক তেমন কিছু নিশ্চিতভাবে জানা না গেলেও, রোহিত শর্মার কথায় স্পষ্ট যে অশ্বিন আগেভাগেই মানসিকভাবে অবসরের জন্য প্রস্তুত ছিলেন। এই অভিজ্ঞ স্পিনার যদি একাদশে জায়গা না পান, তাহলে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত, ‘আমি যখন পার্থে (প্রথম টেস্টের পর) আসি, আমাদের আলোচনার মাঝে আমি তাকে পিঙ্ক বল (দ্বিতীয়) টেস্ট পর্যন্ত তাকে থাকতে বলি এবং তার পর তো এটাই ঘটলো…তার অনুভূতিটা ছিল এমন– ‘‘যদি সিরিজে আমার প্রয়োজন না থাকে, ভালো হয় যে আমি খেলাটিকে বিদায় বলে দিই’’।’

রোহিত আরও বলেন, ‘ভারত জাতীয় দলে যার অনেক স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত রয়েছে, তার মতো এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য বড় কিছু। তিনি আমাদের বড় ম্যাচ জয়ের নায়ক। তাই নিজের অবসরের সিদ্ধান্তটা তারই নেওয়ার পুরো অধিকার আছে, যদি সেটি এখনই হয়ে থাকে, তবে তাই হোক।’ এর আগে রোহিতের সঙ্গে গতকাল সংবাদ সম্মেলনে এসে অশ্বিন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

৩৮ বছর বয়সী এই তারকা ভারতের হয়ে ১০৬ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭টি উইকেট নিয়েছেন, তার সামনে আছেন কেবল কিংবদন্তি অনিল কুম্বলে। একইসঙ্গে ফরম্যাটটিতে ৩৫০৩ রান করেছেন অশ্বিন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট ও ৭০৭ রান এবং ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট ও ১৮৪ রান করেছেন।

 

খুলনা গেজেট/এনএম

The post অশ্বিনের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য তার বাবার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

অশ্বিনের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য তার বাবার

Update Time : 04:08:32 pm, Thursday, 19 December 2024

অস্ট্রেলিয়ার মাটিতে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। গতকাল (বুধবার) ব্রিসবেনের ড্র দিয়ে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শেষ হতেই তিনি এমন সিদ্ধান্ত জানান। তার এই ঘোষণায় ক্রিকেটভক্তদের মতো অবাক হয়েছেন অশ্বিনের বাবা রবিচন্দ্রনও। যা নিয়ে তিনি বিস্ফোরক এক মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’–কে দেওয়া সাক্ষাৎকারে ছেলের অবসর প্রসঙ্গে রবিচন্দ্রন বলেন, ‘আমিও আসলে একদম শেষ মুহূর্তে জেনেছি। তার (অশ্বিন) মনে কী চলছিল আমি জানি না। সে এসেই (অবসরের) ঘোষণা দিয়ে দিলো। আমিও আনন্দের সঙ্গে সেটি মেনে নিয়েছি। যা নিয়ে আমার বিশেষ কোনো অনুভূতি নেই। কিন্তু সে যেভাবে অবসর নিলো, তা নিয়ে আমার একটি অংশ খুশি, আরেকটি অংশ খুশি নয়, কারণ সে খেলাটা আরও চালিয়ে নিতে পারত।’

হঠাৎ করেই কেন অশ্বিন এমন সিদ্ধান্ত নিলেন সেটি তিনি স্পষ্ট করে বলেননি। তবে ছেলে বিদ্রুপের শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন তার বাবা, ‘এটি (অবসর) একমাত্র তারই (অশ্বিন) চাওয়া ও আকাঙ্ক্ষার বিষয়, আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু তার হঠাৎ ঘোষণার পেছনে অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র অশ্বিনই জানে সেটি, সম্ভবত বিদ্রুপের কারণে!’

আসলেই কি এমন কিছু ছিল অশ্বিনের মনে? ঠিক তেমন কিছু নিশ্চিতভাবে জানা না গেলেও, রোহিত শর্মার কথায় স্পষ্ট যে অশ্বিন আগেভাগেই মানসিকভাবে অবসরের জন্য প্রস্তুত ছিলেন। এই অভিজ্ঞ স্পিনার যদি একাদশে জায়গা না পান, তাহলে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত, ‘আমি যখন পার্থে (প্রথম টেস্টের পর) আসি, আমাদের আলোচনার মাঝে আমি তাকে পিঙ্ক বল (দ্বিতীয়) টেস্ট পর্যন্ত তাকে থাকতে বলি এবং তার পর তো এটাই ঘটলো…তার অনুভূতিটা ছিল এমন– ‘‘যদি সিরিজে আমার প্রয়োজন না থাকে, ভালো হয় যে আমি খেলাটিকে বিদায় বলে দিই’’।’

রোহিত আরও বলেন, ‘ভারত জাতীয় দলে যার অনেক স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত রয়েছে, তার মতো এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য বড় কিছু। তিনি আমাদের বড় ম্যাচ জয়ের নায়ক। তাই নিজের অবসরের সিদ্ধান্তটা তারই নেওয়ার পুরো অধিকার আছে, যদি সেটি এখনই হয়ে থাকে, তবে তাই হোক।’ এর আগে রোহিতের সঙ্গে গতকাল সংবাদ সম্মেলনে এসে অশ্বিন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

৩৮ বছর বয়সী এই তারকা ভারতের হয়ে ১০৬ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭টি উইকেট নিয়েছেন, তার সামনে আছেন কেবল কিংবদন্তি অনিল কুম্বলে। একইসঙ্গে ফরম্যাটটিতে ৩৫০৩ রান করেছেন অশ্বিন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট ও ৭০৭ রান এবং ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট ও ১৮৪ রান করেছেন।

 

খুলনা গেজেট/এনএম

The post অশ্বিনের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য তার বাবার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.