রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হাতে জিম্মি হওয়াদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।
এ সময় তিন ডাকাতকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাকতরা অপেক্ষাকৃত কমবয়সী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এর আগে দুপুর দুইটার দিকে ডাকাতদল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে দ্রুত ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রাখে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে তারা জিম্মিদের উদ্ধারে পদক্ষেপ শুরু করে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনটি গাড়িতে করে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা যায়। ব্যাংকটিতে গ্রাহক ও গ্রাহকসহ ১০-১২ জন জিম্মি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খুলনা গেজেট/এএজে
The post সাড়ে তিন ঘণ্টা পর ব্যাংক থেকে জিম্মিদের উদ্ধার, ৩ ডাকাত আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024