
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জিএমও ডা. পৌলমী অদিতি ও ডা. স্মরণিকা রয়। ডা. পৌলমী অদিতি বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসিডি স্পেশালিস্ট এঞ্জেলা খান।