জমি দখলকে কেন্দ্র করে নগরীতে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর ফারাজী পাড়া আকবারাবাদ লেনে এ ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীরা লেনের সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিকলাপুর রাইস মিলের মালিকের ছেলে হাফিজদের জায়গায় ভাড়া থাকতেন জনৈক নাদিমের পরিবার। ক্ষমতার পট পরিবর্তনের ভাড়া নিয়ে উভয়ের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাক্যও বিনিময় হচ্ছিল।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী হাফিজের বাড়িতে প্রবেশ করে। পরে আরও বেশ কয়েকজন ওই বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা হাফিজকে গুলি করে হত্যারও হুমকি দেয়। স্থানীয়রা সরকারি সেবা ৯৯৯ ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ ডেকে আনে। পুলিশ আসার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময়ে হাফিজের কর্মচারী রাসেলকে ইট দিয়ে শরীরের বিভিন্ন্স্থানে আঘাত করে তারা। ইটের আঘাতে রাসেলের হাত ভেঙ্গে যায়।
ভুক্তভোগী হাফিজ জানান, গত কয়েকদিন ধরে জমি দখলের উদ্দেশ্যে তারা বিভিন্ন তৎপরতা পরিচালনা করছিলেন। বৃহস্পতিবার সকালে তারা সশস্ত্র মহড়া দেয়। এ ঘটনায় এলাকার আমাদের ভাড়াটিয়ারা আতংকে আছে।
নগরীর সোনাডাঙ্গা থানার এস আই খালেদ হোসেন খুলনা গেজেটকে বলেন, এমন কোন ঘটনা ফারাজিপাড়া এলাকায় ঘটেনি। পারিবারিকভাবে দু’পরিবারের মধ্যে বিভেদ রয়েছে। হাফিজ নামে একজন থানায় অভিযোগ করেছেন। সন্ধ্যার পর তাদের উভয় পরিবারকে ডাকা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড
The post নগরীতে প্রকাশ্যে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.