ককেসাস পর্বতমালার পাদদেশে অবস্থিত স্বায়ত্বশাসিত অঞ্চল আবখাজিয়ার রাজধানী সুখুমিতে পার্লামেন্টের বাইরে গুলিতে প্রাণ হারিয়েছেন ভাখতাঙ্গি গোলান্দজিয়া নামের এক এমপি। গুলিবিদ্ধ আরেক এমপি ভাখতাং গোলান্দজিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদগুর খারাজিয়া নামের এক এমপি গুলি করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে, পার্লামেন্টের কাছে গোলাগুলির পর… বিস্তারিত