রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে এসেই এখন থেকে চোখে পড়বে একটি পাঠাগার। এর নাম দেওয়া হয়েছে ‘আলোর উঠান’। ব্যতিক্রমধর্মী এ পাঠাগারে সারি সারি তাকে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বই। সেখানে তাক থেকে বই নিয়ে পড়ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা। পড়া শেষে আবার বই রেখেও দিচ্ছেন যথাস্থানে। উপজেলায় আগত দর্শনার্থীদের বইমুখী করে তুলতে উপজেলা চত্বরের পরিত্যক্ত… বিস্তারিত