বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। দুই রান নিতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় জাকের আলীর। ফলে এক প্রান্তে চলে আসেন দুই ব্যাটার। খালি চোখে মনে হচ্ছিল জাকের আউট। রাগে গজরাতে গজরাতে ড্রেসিংরুমে ফিরেও যান তিনি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, আসলে আউট হয়েছেন শামীম। আম্পায়ারের ডাকে মাঠে ফেরেন জাকের।
নাটকীয় ওই ওভারে ঘটে আরেক ঘটনা। রান নিতে গিয়ে ক্রিজে পৌঁছতে না পেরে রানআউট হন শেখ মেহেদি। তিন বলের মধ্যে দু-দুটি রানআউট চাপে ফেলে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত জাকের নিজের কাঁধে সেই চাপ নিয়েছেন। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছেন ম্যাচ জেতানো সংগ্রহে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের রানআউট এবং ড্রেসিংরুমে ফেরার পর কী ঘটেছিল জানান জাকের। তিনি বলেন, ‘আমার মনে হয, এটা ভয়াবহ ভুল বোঝাবুঝি ছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি নিজেকে, ব্যাটে এবং আশপাশে যা কিছু ছিল, সবকিছুতে লাথি মারছিলাম। আর তখনই তাৎক্ষণিকভাবে থার্ড আম্পায়ার (ফোর্থ আম্পায়ার) আমাকে ডেকে নিলো।’
মেহেদির রানআউটের দায়ও নিজের কাঁধে নেন জাকের। ৪১ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া এই ব্যাটার বলেন, ‘এরপর আমার কারণে আরও একটি রানআউট হয়েছে। নিজেকে লাথি মারার ইচ্ছা হচ্ছিল আমার এবং সে সময় আমি ভেঙেও পড়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ। এরপর আমি দলের জন্য রান করার সুযোগ পেয়েছি এবং তাদের (শামীম ও মেহেদি) রানও করতে পেরেছি।’
The post নিজেকেই লাথি মারার ইচ্ছে হচ্ছিল জাকেরের appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024