4:08 am, Saturday, 21 December 2024

লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স

ফাইনালে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেননি। তবে বাংলাদেশের আরেক তারকা সাব্বির রহমান দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন হয়েছে সাব্বির-মোসাদ্দেকের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলা টাইগার্স। মোহাম্মদ শাহজাদ ১১ বলে ২৬, অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২১, শেভন ড্যানিয়েল ১৫ বলে খেলেন ২৬ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাব্বির। ৮ বল খেলে ২ ছক্কায় তিনি করেন দুইশ স্ট্রাইরেটে ১৬ রান।

জবাবে টম অ্যাবলের বিধ্বংসী ইনিংসের পরও ৬ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি জাফনা টাইটান্স। অ্যাবেল ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।

The post লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স appeared first on Bangladesher Khela.

Tag :

লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স

Update Time : 05:07:31 pm, Friday, 20 December 2024

ফাইনালে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেননি। তবে বাংলাদেশের আরেক তারকা সাব্বির রহমান দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন হয়েছে সাব্বির-মোসাদ্দেকের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলা টাইগার্স। মোহাম্মদ শাহজাদ ১১ বলে ২৬, অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২১, শেভন ড্যানিয়েল ১৫ বলে খেলেন ২৬ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাব্বির। ৮ বল খেলে ২ ছক্কায় তিনি করেন দুইশ স্ট্রাইরেটে ১৬ রান।

জবাবে টম অ্যাবলের বিধ্বংসী ইনিংসের পরও ৬ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি জাফনা টাইটান্স। অ্যাবেল ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।

The post লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স appeared first on Bangladesher Khela.