ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মল্লিকনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে মৌসুমী আক্তার (২৬) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে ইজিবাইকচালক ফিরোজ হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন মৌসুমী ও ফিরোজ। মল্লিকনগর এলাকায় পৌঁছালে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৌসুমীর মৃত্যু হয়। গুরুতর আহত ইজিবাইকের চালক ফিরোজকে যশোর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তারও মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাসুদ রানা বলেন, ‘আমাদের এখানে মৌসুমীকে মৃত অবস্থায় আনা হয়েছে।’
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন হোসেন বলেন, ‘ট্রলির চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা করা হবে।’
খুলনা গেজেট/এএজে
The post ঝিনাইদহে ট্রলির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024