শেষ ভালো যার, সব ভালো তার। এই কথা সত্য হলে বাংলাদেশের ক্রিকেট একটি দুর্দান্ত বছর কাটাল। যেখানে বছরের শেষ সফরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছেন টাইগারবাহিনী। কেবল জয় নয়, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে ছেড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এমন সাফল্য পাওয়ার পেছনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস চাপহীন খেলার প্রসঙ্গ টেনেছেন। কারও ওপরে কোনো চাপ প্রয়োগ না করে তিনি কেবল এই খেলাকে উপভোগ করার পরামর্শ… বিস্তারিত