7:34 am, Sunday, 22 December 2024

বছরের দীর্ঘতম রাত আজ

উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর (শনিবার) বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে। ঠিক বিপরীত চিত্র বিরাজ করবে দক্ষিণ গোলার্ধে।

মূলত ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়।

২১ ডিসেম্বর কেন বছরের দীর্ঘতম রাত?
দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায়। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে ফলে সেখানে তখন শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে।

ফলে সেখানে সূর্যের আলো অতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয়। রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।

খুলনা গেজেট/এএজে

The post বছরের দীর্ঘতম রাত আজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

বছরের দীর্ঘতম রাত আজ

Update Time : 07:08:39 pm, Saturday, 21 December 2024

উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর (শনিবার) বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে। ঠিক বিপরীত চিত্র বিরাজ করবে দক্ষিণ গোলার্ধে।

মূলত ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়।

২১ ডিসেম্বর কেন বছরের দীর্ঘতম রাত?
দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায়। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে ফলে সেখানে তখন শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে।

ফলে সেখানে সূর্যের আলো অতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয়। রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।

খুলনা গেজেট/এএজে

The post বছরের দীর্ঘতম রাত আজ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.