চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সব ধরনের তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের সব গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। একইসাথে ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব গণপরিবহনও বন্ধ করে দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যান চলতে পারবে না। অন্য কোনো উপজেলার অবৈধ যানবাহনও পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যেন দেখে সহজেই বোঝা যায় কোন উপজেলার যানবাহন এটি।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব তিনচাকার অবৈধ যান। এতে বাস মালিকরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে ২৩ ডিসেম্বর থেকে জেলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।
দাবি মানা না হলে আগামী সোমবার ২৩ ডিসেম্বর থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হবে। একইসাথে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
খুলনা গেজেট/ টিএ
The post অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024