এশিয়া কাপ বিজয়ী দলের ক্রিকেটারদের অর্থ পুরষ্কার দেবে বিসিবি। আরব আমিরাতে হওয়া এশীয় যুব ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলের প্রতিটি ক্রিকেটারকে নগদ তিনলাখ টাকা করে দেবে বিসিবি।
আজ শনিবার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ধ্যায় বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে এশিয়া কাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে আমরা ৩ লাখ টাকা করে প্রাইজমানি দেব।’
পাশাপাশি কেন্দ্রীয় চুক্তির বাইরে ৩০ নারী ক্রিকেটারকে বাড়তি চুক্তির আওতায় আনার সিদ্ধান্তও হয়েছে। এই ৩০ নারী ক্রিকেটার নারী ক্রিকেটারদের সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন।
তা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ত্রিশজন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা। ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি আমরা। যেটা নতুন জিনিস। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ছেলেরা যেমন একেক অনুপাতে বোনাস পায়, একইভাবে মেয়েরাও বোনাস পাবে। টাকার অঙ্ক হয়তো একটু হেরফের হবে তবে বোনাস পাবে। মূলত এগুলো নিয়েই আলোচনা করেছি।’
The post এশিয়া কাপ বিজয়ী দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন ৩ লাখ টাকা appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024