11:24 am, Sunday, 22 December 2024

অর্ধপুরুষ

বেহায়া বিবেক নতজানু হয় সভ্যতার ফাঁদে
প্যাপিলোমার আচ্ছাদনে পাপিষ্ঠের শরীর,
মনস্তাত্ত্বিক পরাস্ত পুরুষ কিম্ভূতকিমাকার
ভাইরাস আক্রান্ত উত্তরাধিকার বিকলাঙ্গ।
অর্ধপুরুষ! ঘোরটোপ ছেড়ে মুক্ত হও এবার
শিরদাঁড়া উঁচিয়ে পুণ্যের মঞ্চ সাজিয়ে নাও,
সর্বত্র প্রতিধ্বনিত হোক সত্য–ন্যায়ের বাণী
ফিরে আসুক সুস্থ সমাজ, মুছে যাক গ্লানি।

Tag :

অর্ধপুরুষ

Update Time : 12:06:13 am, Sunday, 22 December 2024

বেহায়া বিবেক নতজানু হয় সভ্যতার ফাঁদে
প্যাপিলোমার আচ্ছাদনে পাপিষ্ঠের শরীর,
মনস্তাত্ত্বিক পরাস্ত পুরুষ কিম্ভূতকিমাকার
ভাইরাস আক্রান্ত উত্তরাধিকার বিকলাঙ্গ।
অর্ধপুরুষ! ঘোরটোপ ছেড়ে মুক্ত হও এবার
শিরদাঁড়া উঁচিয়ে পুণ্যের মঞ্চ সাজিয়ে নাও,
সর্বত্র প্রতিধ্বনিত হোক সত্য–ন্যায়ের বাণী
ফিরে আসুক সুস্থ সমাজ, মুছে যাক গ্লানি।