প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১১:৩৯ পি.এম
পীরগঞ্জে প্রশাসন কর্তৃক জব্দকৃত সার কৃষকের মাঝে বিক্রি
শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত সার শনিবার কৃষকের মাঝে বিক্রি করা হয়েছে।
বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে সংশ্লিষ্টরা জানায়। পীরগঞ্জের নাসির সার ডিলার দীর্ঘ দিন ধরে সার মজুদ করে কৃষকের কাছে সরকারি মূল্যে বিক্রয় না করে কৃষকদের সাথে প্রতারণা করার একাধিক অভিযোগ পাওয়া যায়। মুখ দেখে ও বস্তা প্রতি ৫০০/৭০০ টাকা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেয়া দেয়। তার গোডাউনে সার মজুদ থাকা স্বত্বেও সার না দিয়ে কৃষকদের সাথে প্রতারণা করায় গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশফাকুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম ও সংশ্লিষ্টরা পীরগঞ্জ কলেজ বাজার শহীদ গোলাম মোস্তফা সড়কে নাসিরের সার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালায়। অভিযানের কিছুক্ষন পূর্বেও কৃষক তার দোকানে গিয়ে সার কিনতে চাইলে সার নাই বলে তিনি কৃষক সোহেল রানাকে জানায়। ওই সময় তার গোডাউনে অভিযান চালিয়ে ৬৫৩ বস্তা এমওপি ও ১৯৭ বস্তা টিএসপি সার সহ মোট ৮৫০ বস্তা সার উপজেলা প্রশাসন জব্দ করেন এবং গোডাউন সীলগালা করেন। উক্ত জব্দকৃত সার গুলি শনিবার সরকারি মূল্যে অর্থাৎ এমওপি বস্তা প্রতি ১ হাজার ও টিএসপি সার বস্তা প্রতি ১৩৫০ টাকা সরকারি মূল্যে বিক্রয় করেন। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024