মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-সুহিলা দাপুনিয়া, থানা: কোতোয়ালীকে আকুয়া ভাংগা পুল সন্ত্রাসীরা আটকিয়ে বেদরক পিটিয়ে মুক্তিপন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে। এ ব্যপারে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন। যা ৩ নং ফাড়ির এস আই সোহেল রানা তদন্ত করেছেন।
মোঃ মহিন (২৫), মোঃ সোহান (২৬) ও মোঃ পটলা (২৪), মোঃ জাহাঙ্গীর আলম এর পূর্ব পরিচিত।মোঃ জাহাঙ্গীর আলম এর বোন মোছাঃ সালেহা (৩৫) আকুয়া ভাঙ্গাপুল এলাকার জৈনক মোঃ মজিবুর রহমান (৪৫) এর কাছে ৭০ হাজার টাকা পায়।৮ বছর যাবত টাকা দিচ্ছেনা। উক্ত টাকার বিষয় নিয়া অনেক বিচার শালীস করা হয় কিন্তু সে সময়ের পর সময় নিয়া কাল ক্ষেপন করেছে।
পরবর্তীতে ২০ ডিসেম্বর সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় মোঃ জাহাঙ্গীর আলমকে আকুয়া ভাঙ্গাপুল ডাকে। সেখানে যাওয় মাত্রই মোঃ মহিন, মোঃ সোহান ও মোঃ পটলা বাশের লাঠি দিয়া এলোপাথারী ভাবে লাঠি দিয়া বাইরাইয়া গুরুতর নীলাফোলা জখম করে। এসময় তার ব্যবসার নগদ-২০হাজার টাকা ছিনিয়া নেয় এবং জাহাঙ্গীর এর গলায় ধারালো অস্ত্র ধরিয়া প্রাণনাশের হুমকিদিয়া, বিকাশের মাধ্যমে নগদ-৫০হাজার টাকা দাবি করে।জাহাঙ্গীর এসময় বাড়িতে ফোন করে সোহানের ব্যবহরিত ০১৯৫৬৯৪৭৭৪৬ নাম্বারে ৯২৫০ টাকা ও মুহিন এর নাম্বারে ১০,০০০ টাকা বিকাশ নাম্বারে উক্ত টাকা সেন্ডমানি করিয়ে মুক্তি পায়। পরবর্তীতে সন্ত্রাসীরা হুমকি প্রদর্শন করিয়া ছাড়িয়া দেয় । ঘটনাস্থল হতে উদ্ধার হইয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে গিয়ে জাহাঙ্গীর প্রাথমিক চিকিৎসা সেবা নেন।
The post ময়মনসিংহে সন্ত্রাসীরা জাহাঙ্গীরকে আটকিয়ে ২০ হাজার টাকা মুক্তিপন নিয়ে দিয়েছে appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.