খোলা পড়ে আছে চিনির সিরা। সিরায় পড়ে আছে মাছি, মশা ও পোকামাকড়। দেয়ালের আস্তর খসে পড়ছে। এরমাঝেই তৈরি হচ্ছে নানান ধরনের মিষ্টান্ন। পরে সেগুলো শহরের বিভিন্ন নামিদামি হোটেল-রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠানের মোড়কে চলে যাচ্ছিল গন্তব্যে। এমন মিষ্টির কারখানার সন্ধান মিলেছে কুমিল্লার বিসিক শিল্পনগরীতে। ওই প্রতিষ্ঠানের নাম মেসার্স এস এস ফুড।
শনিবার (২১ ডিসেম্বর) বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে প্রতিষ্ঠানটির… বিস্তারিত