সুন্দরবন থেকে অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে হোগলাবুনিয়া গ্রামে সভার আয়োজন করা হয়েছে। ইউএসআইডি ইকোসিস্টেমস/ প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদের পরিবেশ সংরক্ষণ,পরিবেশ উন্নয়ন ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অবৈধভাবে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা, কারেন্ট জাল ব্যবহার করা, বন্যপ্রাণী শিকার সহ বিভিন্ন বন অপরাধ এর ক্ষতিকর দিক তুলে ধরা হয় সভায় এবং এসব কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান জানানো হয়। এছাড়াও সুন্দরবন সংরক্ষণ কৌশল সম্পর্কে, সুন্দরবন আইন সম্পর্কে অবহিত করা হয়।
কাটাখালী ভিসিএফ এর সভাপতি মোঃ মারুফ হাওলাদার বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতাউর রহমান, সংরক্ষিত (৪,৫,৬)নারী ইউপি সদস্য নুরজাহান বেগম, সুন্দরবন ইউনিয়ন পরিষদের স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ,বন বিভাগের প্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যেক্তিবর্গ,এনজিও প্রতিনিধি, সিএমসি সদস্য,পিপলস ফোরামের সদস্য এবং কাটাখালী,হোগলাবুনিয়া, গোড়াবুড়বুড়িয়া গ্রামের ভিসিএফ এবং ভিসিজি সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/ টিএ
The post অবৈধভাবে সুন্দরবন থেকে সম্পদ আহরণ বন্ধে বনজীবিদের নিয়ে সভা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024