এনসিএল টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ খুলনার মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো। আজ জিতলেই ফাইনালে রংপুরের সঙ্গী হবে যেকোন এক দল। এমন ম্যাচে খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করে ১১৯ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে মেট্রো। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এর আগে প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে হারিয়েই ফাইনালের টিকিট পায় রংপুর।
আগে ব্যাট করে অধিনায়ক নাইম শেখের ব্যাটে শতরান পেরোয় ঢাকা মেট্রো। এক প্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে পেসার শহিদুল ইসলামের ব্যাটে।
এই ম্যাচ দিয়েই এনসিএলে খুলনার হয়ে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। মাঠে ফিরলেও ঝলক দেখাতে পারেননি তারকা এ পেসার। ৪ ওভারে দিয়েছেন দলের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান। উইকেট পেয়েছেন একটি। মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা দুজনেই ২টি করে উইকেট নেন ১৬ ও ১৮ রানের বিনিময়ে। শেখ পারভেজ জীবন ২ উইকেট নেন ১৭ রান দিয়ে।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা খুলনা ৮১ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে অধিনায়ক সোহানের ব্যাট থেকে। এনামুল হক বিজয় ও মাসুম খান টুটুল দুজনেই করেন ১৬ রান। শেখ পারভেজ জীবনের ১৫ রান ছাড়া বাকিরা কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি।
১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মারুফ মৃধা। ১টি করে পান আলিস ও শহিদুল।
খুলনা গেজেট/ টিএ
The post খুলনাকে হারিয়ে ফাইনালে মেট্রো appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024