টেক্সাসের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, একটি এআই চ্যাটবট ১৭ বছরের এক কিশোরকে তার বাবা-মাকে হত্যা করার পরামর্শ দিয়েছে। মামলায় ক্যারেক্টার আই (Character.ai) এবং গুগোল (Google) এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পরিবারের দাবি, এই চ্যাটবটের সহিংসতার উস্কানি কিশোরের মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে এবং তার মধ্যে সহিংস চিন্তার জন্ম দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিশোর যখন চ্যাটবটের কাছে তার… বিস্তারিত