তিন বছর আগে অনুশীলনে দেরি করে আসার কারণে জাতীয় দলে আর জায়গা হয়নি নাবীব নেওয়াজ জীবনের। এরপর থেকে ব্রাত্যই থেকে গেছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। দলের প্রয়োজনে যিনি আবার উইং কিংবা নাম্বার ১০ পজিসনে খেলতে সিদ্ধহস্ত। যদিও আবাহনী লিমিটেডে পরের সময়টুকুও ভালো যায়নি। তবে এবার রহমতগঞ্জে গিয়ে মৌসুমের শুরু থেকে নতুন করে আলো কাড়ছেন বগুড়া থেকে উঠে আসা ফুটবলার। প্রিমিয়ার লিগে চার ম্যাচে ৪ গোল ছাড়াও দলের তিন জয়ে… বিস্তারিত