আগের নকশায় ফিরেছে মেট্রোরেলের একক টিকিট। তবে চিহ্ন রাখতে লেখা লাল করা হয়েছে।
দীর্ঘদিন একক যাত্রার টিকিটের সংকট থাকার পর গত ১৯ নভেম্বর নতুন করে ২০ হাজার টিকিট আনা হয়েছে। যা এখন স্টেশনগুলোতে পাওয়া যাচ্ছে।
এর আগে ডিএমটিসিএল থেকে জানানো হয়, যাত্রীরা সঙ্গে করে দুই লাখ একক যাত্রার টিকিট নিয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।
এই সংকট কাটাতে নতুন করে চার লাখ ৯০ হাজার টিকিট আনার ব্যবস্থা নেয় ডিএমটিসিএল।… বিস্তারিত