আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আর বাকি দুই মাসেরও কম সময়। এমন সময়ে এসেও সূচি ঘোষণা হয়নি। তার মূল কারণ নিরপেক্ষ ভেন্যু এখনও যে ঠিক হয়নি! তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন একটি খসড়া সূচি প্রকাশ করেছে। যেখানে বেশ কিছু ম্যাচের সূচি উঠে এসেছে। তাতেই দেখা যাচ্ছে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে।
এছাড়া ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। আর বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।
ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় বেশকিছু ম্যাচে আসতে যাচ্ছে রদবদল। যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। যেখানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের কারণে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে এসেছে পরিবর্তন। ২
৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। আর ২৭ ফেব্রুয়ারি শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান। মূলত নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে আসতে যাচ্ছে এই পরিবর্তন।
বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের কারণে আসবে বাংলাদেশের ম্যাচে পরিবর্তন। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত যেহেতু পাকিস্তানে সফর করবে না সেহেতু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ট্রাভেল টাইম রাখার জন্য এই সূচিতে আনা হচ্ছে পরিবর্তন। যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। আইসিসি উভয় বোর্ডের সঙ্গে কথা বলে ঘোষণা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ।
তাছাড়া এ গ্রুপের বাকি ম্যাচগুলোতেও পরিবর্তন আসবে হাইব্রিড মডেলের কারণে। তবে নির্ধারিত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২২ ফেব্রুয়ারি বিগ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে একটি সেমিফইনাল। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু মাত্র শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য।
The post চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024