ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের প্রথম শিরোপা ভারতের। ফাইনালে টাইগ্রেসদের হারিয়েছে ৪১ রানে। ভারতের দেয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়।
রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বাউইমাস ওভালে টস হেরে ব্যাট করতে নামে ভারত। শুরুতে ফারজানা ইয়াসমিনের জোড়া আঘাতে কামালিনি ও সনিকা চালকে বিদায় নিলেও, দারুণভাবে দলকে এগিয়ে নেন গঙ্গাদী তৃষা। তুলে নেন হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫৯ রান তার।
শেষদিকে মিথিলা ভিনোদের ১৭ রানে ভর করে ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত। ৩১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিন। জবাবে দ্রুত উইকেট হারাতে বাংলাদেশ। ৫৫ রান তুলতে হারায় ৪ উইকেট। কিছুটা আশা জাগিয়েও ২২ রানে বিদায় নেন জুয়াইরিয়া ফেরদৌস। শেষ ১১ রান তুলতে হারায় ৬ উইকেট।
The post খুব কাছে গিয়েও পারলো না বাংলাদেশ appeared first on Bangladesher Khela.