গোলমুখের সামনে থেকে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের হেড লাগলো পোস্টে। চেলসি প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগও হারালো। রবিবার গুডিসন পার্কে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্লুরা।
দুই দলের জন্য কন্ডিশন ছিল কঠিন। প্রচণ্ড বাতাস ছিল তাদের প্রতিকূলে। ম্যাচ জেতার সুযোগ দুই দলই পেলেও জাল খুঁজে পায়নি।
জ্যাকসন আরেকবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে নেওয়া তার শট ঠেকান… বিস্তারিত