ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গ্রামাদো বাণিজ্যিক নগরীতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গতকাল রোববারের (২২ ডিসেম্বর) এই দুর্ঘটনায় এর আগে নয়জন মারা যাওয়ার কথা বলেছিলেন তারা। খবর এএফপির।
পাইপার সিয়েন্নে ৪০০ টারবোপ্রপ মডেলের এই উড়োজাহাজটি চালাচ্ছিলেন লুইজ ক্লাউদিও সালগুইরো গালেজ্জি নামে এক ব্যবসায়ী এবং এর যাত্রী হিসেবে ছিলেন তার পরিবারের সদস্যরা। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
রিও গ্রান্ডে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি কানেলা শহর থেকে আকাশে উড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। উড্ডয়নের পরপর সেটি একটি ভবনের চিমনিতে আঘাত করে, এরপর একটি বাড়িতেও ধাক্কা খায় এবং সবশেষ একটি আসবাপত্রের দোকানের ওপর বিধ্বস্ত হয়।
রিও গ্রান্ডে স্টেট সিভিল পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় উড়োজাহাজটির কেউ বাঁচেনি। এছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় মাটিতে থাকা ১৭ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
গ্রামাদো শহরটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। এখানে বড় দিন ও নতুন বছর উদযাপনে অনেক পর্যটকের সমাগম হয়।
খুলনা গেজেট/এনএম
The post ব্রাজিলে বিমান বিধ্বস্তে একই পরিবারের ১০ জন নিহত, আহত ১৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024