প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০৭ এ.এম
পটিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের পাশে এনামুল হক এনাম
গত ৪ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পটিয়ায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে গুলিবিদ্ধ হয়ে আহত পটিয়া আল-জমিরিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের সুচিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসার মুহতামিম আবু তাহের নদভীর সাথে মাদ্রাসায় সাক্ষাৎ করে তাঁর হাতে দুই লাখ টাকার চেক প্রদান করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১২ (পটিয়া) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নেতা আলহাজ্ব এনামুল হক এনাম।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, হারুন তালুকদার, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন ছোটন, রবিউল হোসেন সৌরভ, জাহেদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, রিদুয়ান আরিফুল হক, পৌরসভা ছাত্রদল শাকিল, সৌরভ প্রমূখ। পটিয়া মাদ্রাসার মুহতামিমের হাতে অনুদান প্রদান করার পর এনামুল হক এনাম ছুটে গেলেন পটিয়ার খরনা ইউনিয়নের সন্তান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্র মোহাম্মদ শাহেদের বাসায়।
পটিয়া মাদ্রাসার মুতামিমের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার পর স্হানীয় সাংবাদিকদেরকে এনামুল হক এনাম বলেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামীলীগের নির্মম অত্যাচারে আমাদের দলের নেতাকর্মীদেরকে গুম, খুন ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। পাহাড়সম মিথ্যা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জর্জরিত হতে হয়েছে বিএনপি সহ গনতন্ত্রকামী দল গুলোর নেতাকর্মীদেরকে। এরপরও বিএনপি এক মূহুর্তের জন্যও আন্দোলন থেকে পিছপা হয়নি। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে।
আমাদের দলের বহু নেতাকর্মী নিহত ও আহত হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরু থেকেই আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি। ইতিপূর্বেও আমরা পটিয়া বিএনপির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে আহতের পাশে আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং যতদিন পর্যন্ত তারা সুস্থ জীবনে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
The post পটিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের পাশে এনামুল হক এনাম appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024