প্রিমিয়ার ফুটবল লিগে টানা ৪ ম্যাচ জিতে ১২ পয়েন্ট পকেটে পুরেছে মোহামেডান। চতুর্থ ম্যাচে এসে এখন পর্যন্ত একটি গোল হজম করেছে। লিগে বসুন্ধরা কিংসের মতো পাহাড় সমান দলের বিপক্ষে ১০ জন নিয়ে জিতেছে। হারিয়েছে আবাহনীকেও। এই দল দুটি প্রিমিয়ার ফুটবলে সবচেয়ে বড় দল। এদেরকে সমর্থকরা বলছেন তারা হাতি-ঘোড়া।
এত বড় দুই দলের বিপক্ষে জয় পেয়ে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলছেন তার চোখে আরও বড় দল রয়ে গেছে। নাম… বিস্তারিত