খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ছোটভাই ও হত্যাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে তাকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রকি ৮/১ ওয়েস্ট সার্কুলার রোড় মহিরবাড়ি খালপাড় এলাকার জনৈক মো: শাহাজাহান ওরফে শানু মোহরীর ছেলে।
রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার্স ইনচার্জ মো: মুনীর উল গিয়াস। তিনি খুলনা গেজেটকে বলেন, রকি একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, দস্যুতা ও মাদক মামলা অন্যতম।
খুলনা থানার ৫ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের সকল অস্ত্রের দেখাশোনা ও মাদক বিকিকিনি ও বিভিন্ন হত্যাকান্ডে অংশগ্রহণ করত। সে দীর্ঘদিন ফেরার ছিল। তাকে গ্রেপ্তারের জন্য অনেক চেষ্টা চালানো হয়েছে। রোববার গভীর রাতে সে মহিরবাড়ি খালপাড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময়ে তার সাথে আরও সন্ত্রাসী ছিল। পুলিশের উপিস্থতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে গ্রেপ্তার হয় রকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্ব পার্শ্বে ক্যালোরিন ফুড কর্ণারে সামনে রনি সর্দার(২৫) এবং দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড বায়তুল মামুর মহল্লায় পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি রকি।
খুলনা গেজেট/এনএম
The post খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024