বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন হয়। বৈষম্যদূরীকরণে এমপিওভ‚ক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠন (স্কুল,কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ কর্মসুচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষক-কর্মচারী ওই কর্মসুচিতে অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, ধানদি কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. হাবিবুল্লাহ, পশ্চিম নওমালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহিম হাবিব, চরআলগী রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. ফারুক হোসাইন, কর্পূরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ তুষার কান্তি প্রমুখ। বক্তারা বলেন, একজন বেসরকারি শিক্ষককে বাড়িভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫শত টাকা ও উৎসব ভাতা শতকরা চারভাগের একভাগ হারে দেওয়া হচ্ছে। এছাড়াও বেতন স্কেলের বৈষম্য রয়েছে। অথচ একই শিক্ষাক্রমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের চেয়ে বহুগুন বেতন ভাতা ভোগ করছেন। এতে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই বৈষম্যদূরকরণের দাবি জানাচ্ছি। পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির গাজীর কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
The post বাউফলে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের মানববন্ধন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024