নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেওয়ায় দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার দিনগত মধ্যরাতে আটক ওই দুজনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন— বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দুজনকে আটক করে। পরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যান।
এছাড়াও ২০১৬ সালের ২১শে আগষ্ট বরিশাল মহানগর ছাত্রদল নেতা রাসেলকে ১০৭পিস ইয়াবাসহ আটক করে র্যাব-৮ এর একটি অভিযানিক দল । পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে।
স্থানীয় এনায়েত জানায়, এসআই রেদোয়ান ও রাসেল বিভিন্ন সময় ভূয়া ডিবি পুলিশ আবার কখনো নিজেদের রাজনৈতিক নেতা হিসাবে দাবি করে রাতের আধারে নানা অপকর্ম চালাতেন।
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকাল ১০টায় বলেন, ঘটনাটি শুনেছি। আমি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি।
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছেন।
The post বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ ও ছাত্রদল নেতা আটক appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024