রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে ‘ স্ট্রেনথনিং ডিজাস্টার রেসিলিয়েন্স থ্রু দ্য এলসিএ মডেল: লেসনস ফ্রম বাংলাদেশ’স কোস্টাল রিজিওন’ শীর্ষক গোলটেবিল আলোচনা। সোমবার (২৩ ডিসেম্বর) লেকশোর হাইটস্ হোটেলের ম্যাগনোলিয়া বাংকেট হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর ডিরেক্টর জেনারেল মো. আনোয়ার হোসেন।
অনষ্ঠোনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অন্যতম এবং… বিস্তারিত